Header Ads Widget

Responsive Advertisement

Mingw সেটআপ করার সহজ নিয়ম ২০২৪ | Codeblocks mingw setup 2024

 

সহজেই কিভাবে আপনার Codeblocks সফটওয়্যারে Mingw সেটআপ করবেন সেই প্রসেসটি বর্ণানা কর হলো।



আমরা Codeblocks সফটওয়্যার ডাউনলোড করার পরও দেখি ‍যে আমাদের সফটওয়্যারটিতে C/C++ Program রান করানো যাচ্ছে না । প্রায়শই যে Error  টা আমরা লক্ষ করি তা হলো- Compiler Not Found. এই সমস্যাটির প্রধান কারণ আমাদের Codeblocls Software টি তে mingw সেট-আপ করা নেই।


এই সমস্যার সমাধান কিভাবে  করা যায় সেই বিষয়ে নিচে দেখানো হলো:-


Step 01: প্রথমে আমাদের যেকোনো একটা ওয়েব ব্রাউজারে(Google Chorome/ Mozila Firefox) প্রবেশ করতে হবে।


Step 02: সার্চ বারে এসে টাইপ করতে হবে Mingw । এর পর ‍Search বাটনে ক্লিক করতে হবে।

অথবা, এই লিঙ্কে ক্লিক করুন: https://sourceforge.net/projects/mingw/


Google-search




Step 03: SourceForge ওয়েবসাইটে ক্লিক করে এই সাইটে প্রবেশ করতে হবে।


sourceforge


Step 04: Download বাটনে ক্লিক করে সেটআপ ফাইল টি আপনার ডেস্কটপ/ল্যাপটপ ডাউনলোড করে নিন।

mingw-installation


Step 05: আপনার ডেস্কটপ/ল্যাপটপ এর স্থানে সেটআপ ফাইলটি ডাউনলোড করেছেন সেখানে যাওয়ার পর সেটআপ ফাইলটির উপর ডাবল কিল্ক করুন। এরপর নিচের দেওয়া ছবিগুলোর নির্দেশনা অনুসরণ করুন:



mingw-installation

mingw-installation

mingw-installation

mingw-installation

mingw-installation

mingw-installation

mingw-installation

mingw-installation

mingw-installation




Step 06: আপনার ডেস্কটপ/ল্যাপটপ থেকে Codeblocks সফটওয়্যারটি Open করুন।


codeblocks


Step 07: উপরের নেভিগেশন মেনু থেকে Settings অপশনটিতে ক্লিক করলে আরেকট পপ-আপ মেনু আসবে সেখান থেকে Compiler সিলেক্ট করুন ।


copiler-setup



Step 08: এরপর Reset defaults বাটনটিতে ক্লিক করে নিচের দেওয়া ছবিগুলোর নির্দেশনা অনুসরণ করুন:

copiler-setup

copiler-setup

copiler-setup



আপনার সেট-আপ টি সম্পূর্ন হয়েছে। এবার এটি চেক করার জন্য একটি C/C++ Program লিখুন এবং সেটি Build ‍and run আইকনে ক্লিক করে রান করানোর চেষ্টা করুন।


Codeblock-c-program


যদি আপনার C/C++ Program টি রান হয় তাহলে আপনা ‍mingw সেট-আপ টি সফলভাবে হয়েছে।

আরো জানুন:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

ইলেক্ট্রিক আয়রনের অভ্যন্তরীন কার্যপ্রণালী ।